Ma Kitchen | Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর উদ্যোগে চালু হচ্ছে ‘মায়ের রান্নাঘর’, ৫ টাকায় মিলবে ডিম-ভাত

2021-02-15 3

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) উদ্যোগে সাতদিনের মধ্যে চালু হবে ‘মায়ের রান্নাঘর’ (Ma Kitchen)। মাত্র পাঁচ টাকায় পাওয়া যাবে ডিম-ভাতের থালি। ২০০ গ্রাম চালের ভাতের সঙ্গে থাকবে সবজি এবং ডালও। আপাতত কলকাতার ১৬টি বরোতেই দুপুরে এই খাবারের জোগান দেবে পুরসভা। আগামী সোমবার বিকেল ৩টেয় ভার্চুয়ালি ১৬টি বরোতেই একসঙ্গে এই পরিষেবার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তবে মঙ্গলবার থেকে প্রতিদিন দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত এই খাবার বণ্টন করা হবে। আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য রান্না করা খাবার মাত্র পাঁচ টাকায় সরবরাহের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

Videos similaires